সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে মাত্র ৯৫ টাকায় বিলাসবহুল বাড়ি কেনার সুযোগ!

  |   রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

ইতালিতে মাত্র ৯৫ টাকায় বিলাসবহুল বাড়ি কেনার সুযোগ!

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন শহর সানফ্রানসিসকো। আর সেখানে বসবাসের জন্য একটি বাড়ির মূল্য ১০ লাখ মিলিয়ন ডলার। আর ইতালির সাম্বুকা শহরে পশ্চিম সিনিলাই এলাকায় একটি বাড়ির দাম এক ইউরো বা ১.১৫ ডলার, যা টাকার হিসাবে ৯৫ টাকা। বিশ্বাস না হলেও, এমনই বিজ্ঞাপন দিয়েছে সাম্বুকা নগর কর্তৃপক্ষ। আর এটি যে কোনো দেশের নাগরিক কিনতে পারবে।

এমন নামমাত্র মূল্যে বাড়ি বিক্রির পিছনের কারণ হল সেখানে মানুষের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। কর্তৃপক্ষ শহরটি পুনর্গঠন ও জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে। প্রতিটা বাড়ি ৪৩০ স্কয়ার ফিট থেকে ১৬৪০ স্কয়ার ফিট। কিন্তু এই যুগে মানুষ গ্রাম ছেড়ে পাড়ি জমাচ্ছেন শহরে। তাইতো ইতালির অন্য গ্রামের মতো এই অঞ্চলও প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

যদিও সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ্যে আসতেই হাজার হাজার মানুষ ইতালির এই শহরে নিজের একটা আশ্রয় তৈরি করতে উৎসুক হয়ে ওঠেন। বিজ্ঞাপন দেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি কিনতে চেয়ে ৩৮ হাজার ই-মেইল পেয়েছে শহর কর্তৃপক্ষ।

সাম্বুকা একটি জাঁকজমকপূর্ণ শহর। ২০১৬ সালে ইতালির সৌন্দর্যপূর্ণ শহরের একটি। সাম্বুকার উপমেয়র জুজেপ্পে কাচোপ্পো এবং টুরিস্ট কাউন্সিলর সিএনএনকে এক সাক্ষাৎকার দেন। এতে তিনি সাম্বুকাকে শান্তির ও কোলাহলমুক্ত শহর হিসেবে বলেন। তিনি বলেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর মানুষের আগ্রহ দেখে আমি বিস্মিত। অল্প কয়েকদিনেই আমি চাপের মধ্যে পড়ে গেছি। ইমেলের ইনবক্স পুরো ভর্তি।

আর টাকা দিলেই বাড়ি পাওয়া যাবে এই ব্যাপারে নিশ্চিত করেছেন ডেপুটি মেয়র জুজেপ্পে । তিনি বলছেন, ‘আমি ক্রেতাদের উদ্দেশে বলব আপনারা হতাশ হবেন না। আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে প্রতারণার কোনও ঝুঁকি নেই। আপনি যদি ওই বাড়ি কিনতে চান, তো সঙ্গে সঙ্গেই তা হাতে পেয়ে যাবেন।

 

খবর দ্যা গার্ডিয়ান’র

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৭ | রবিবার, ২০ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com