| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন সস্বপন ইতালি প্রতিনিধিঃ বাংলার কৃষ্টি সংস্কৃতি ভিন দেশীদের মাঝে তুলে ধরতে রাজধানী রোমে অনুষ্ঠিত হবে ৩ দিন ব্যাপি বন্যাঢ্য বৈশাখী মেলা। প্রতিবারের মত এবারো ঝাকজমক পূণ’ ভাবে প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য দেশের নাগরিকরা বৈশাখী মেলাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মেলা উদযাপন পরিষদ১৪২৪। সেন্তশেল পাক’ নাম্বার একশ তিন দিন ব্যাপি
মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন নিয়ে সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন বৈশাখের গুরুত্ব্ বিদেশীদের মাঝে তুলে ধরতে ধারাবাহিক এ আয়োজন অব্যাহত রয়েছে। মেলাকে প্রাণ বন্ত করতে প্রতি বারের মত এশিয়ার কয়েকটি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে এর মধ্যে ভারত, নেপাল,ভূটান,পাকিস্তানসহ অন্যান্য দেশ। মেলায় খাবার,বস্ত্র স্টলসহ বিভিন্ন স্বদেশীয় স্টল থাকবে। এদিকে মেলায় রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে দাওয়াত দিলেও তিনি নানা ব্যস্ততার কারনে আসতে পারেননা। ফলে রাষ্ট্রদূতের সময় নষ্ট না করতে চাননা বলে জানান তিনি। অন্যদিকে ২৫ এপ্রি়ল ইতালির স্বাধীনতা দিবস দিবসটি উপলক্ষে থাকবে নানা আয়োজন এ দিন বাংলা নবষে’র আনন্দকে ভাগ করে নিতে মেলায় ইতালিয়ান নাগরিকদের উপস্থিতি থাকবে।
এছাড়া বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা মেলায় গান পরিবেশন করবেন বলে জানা গেছে। মেলার প্রশাসনিক ব্যবস্থাপনায় সোস্যাল সংগঠন ধূমকেতু। এদিকে ৫ নং মিনিউচিপল বাসীর আয়োজনে ১৪ এপ্রিল বাংলাদেশের সাথে মিল রেখে বৈশাখী উদযান করা হবে লারগো প্রেনেসতে নামক স্থানে।
Posted ০৭:২১ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain