নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনে আমন্ত্রণে ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।
আজ রাতে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের প্রতিনিধিরা হলেন জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিস ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন মিস লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন মি. থিজ উওদস্ট্রা।
Posted ১৮:৪৯ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain