| শুক্রবার, ১৩ জুন ২০১৪ | প্রিন্ট
১২ জুন : ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত’র সঙ্গে হাত মেলালেন জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফ। শিশু অধিকারের পক্ষে তারকা পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তিনি। শুধু শিশু অধিকার নিয়েই ইউনিসেফকে সহায়তা করছেন না তিনি, পাশাপাশি শিশুদের সুরক্ষা, শিশুশ্রম ও শিশু পাচার প্রতিরোধে মানুষের কাছে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরছেন ভারতীয় এই অভিনেত্রী। এই পদক্ষেপ সারাভারত জুড়ে তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিভিন্ন শিশু অধিকার সম্মেলনে অংশ নিয়ে শিশুদের টিকে থাকা, উন্নতি, আশ্রয় ও সর্বস্তরে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জেনেছেন মাধুরী। এসব আয়োজনে বিশ্বজুড়ে শিশুদের কল্যাণে কাজ করছেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগ দেন তিনি।
ইউনিসেফের সঙ্গে কাজের মাধ্যমে প্রতিটি শিশুর জীবন কতটা দুর্বিষহ এবং তাদের কতটা যত্নের প্রয়োজন তার গুরুত্ব তুলে ধরতে থাকবেন। আগামীতে ভারতে ইউনিসেফ সহায়তা করে এমন অনুষ্ঠানগুলোতে সামনের সারিতে দেখা যাবে ৪৬ বছর বয়সী এই তারকাকে। এরই অংশ হিসেবে ২৬ জুন মধ্যপ্রদেশে শিশু অধিকার বিষয়ক বেশ কয়েকটি আয়োজনে থাকবেন তিনি।
সাম্প্রতিক সময়ে পর্দায় দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি মানবাধিকারের লক্ষ্যেও কাজ করেছেন মাধুরী। তিনি জানান, ভারতে নারী ও শিশুদের জীবন মানোন্নয়নে কাজ করাই তার লক্ষ্য।
Posted ১০:১৮ | শুক্রবার, ১৩ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin