রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে সরকার পরিবর্তন না হলে সংকট মিটবে না: পুতিন

  |   রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

ইউক্রেনে সরকার পরিবর্তন না হলে সংকট মিটবে না: পুতিন

পশ্চিমা রাজনীতিবিদরা ইউক্রেন শাসন করলে ইউক্রেন ও রাশিয়ার সংকট শেষ হবেনা বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিন। এমনকি এ সংকটের কোনো সমাধানও দেখছেন না তিনি। শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। এএফপি

পুতিন বলেন ‘ইউক্রেনের সরকার শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের অবসান চায় না। এরফলে দেশটির বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সংঘাত চলবে।’ ইউক্রেনের জাহাজ ও নাবিকদের মুক্তির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ না করতেও আহ্বান জানান তিনি। এসময় তিনি আরো বলেন, আলোচনার মধ্য দিয়ে নয়, আন্তর্জাতিক আদালতেই এ সংকটের নিষ্পত্তি হতে হবে।

অন্যদিকে, ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনের নাবিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। সম্মেলন চলাকালে একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি পুতিনকে এ কথা বলেন বলে জানিয়েছেন মেরকেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

তবে পুতিন যদিও এ প্রসঙ্গে ইউক্রেন সরকারকেই দায়ী করছেন। শনিবারের ওই বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুতিন বলেন, নাবিকদের মুক্তির বিষয়ে ইউক্রেনের সাথে কোনো আলোচনা হয়নি। এ প্রসঙ্গে রাশিয়ার দাবি, অবৈধভাবে রুশ সীমান্ত পাড়ি দেয়ার জন্যই আটক করা হয় ২৪ নাবিকসহ ইউক্রেনের তিন জাহাজকে।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:২৮ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com