| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | প্রিন্ট
ব্রিটেনে প্রবাসীদের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন এর সভাপতি আল্হাজ নুনু মিয়া গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্টান ও এক প্রীতিভোজ অনুষ্টিত হয় ।
গত ১৬ই ফেব্রুয়ারী রবিবার এডিনবরার একটি রেস্টুরেন্টে গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কটল্যান্ড রিজিওন সাধারন সম্পাদক কমিউনিটি নেতা নজরুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিনবরা শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল মালিক।
স্কটল্যান্ডর প্রবীন কমিউনিটি নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী,শাহনূর চৌধুরী,লেবাস মিয়া,বদরুল হোসেন হারুন,গোলাম আনিস চৌধুরী,আব্দুল মুহিত খান বাদশাহ,আলহাজ্ব জালাল আহমদ,মতিন খান,মোবারক আলী,মহরম আলী,আহাদ উল্লাহ,জসিম উদ্দিন,সাহিদুর রহমান সানচু, জাহাঙ্গীর কবির,এডভোকেট মোস্তফা মিয়া,আব্দুল মিয়া লিটন,ফরিদ আহমদ, আফজল বক্স, আলহাজ্ব রহিম খান, সেলিম মিয়া,জামিল মিয়া,সজীব মিয়া,লুথ্ফুর রহমান কামাল,আব্দুল হক,আব্দুল কালাম,এমদাদুল হক,আলহাজ্ব খসরু মিয়া, মামুনুর রশিদ, ফরিদ আহমদ,শামীম হোসেন, আনোয়ার বক্স, সৈয়দ কামাল আহমদ ,সুলতান মিয়া,আতাউর রহমান,মিজান চৌধুরী,বাবু মিয়া,প্রমুখ ।
Posted ০৩:৫৪ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin