| রবিবার, ২০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
বার্মিংহাম প্রতিনিধি : প্রখ্যাত আলেম ও ইসলামী বুজুর্গ আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলীর ঈছালে ছওয়াব মাহফিল উপলক্ষ্যে ঈছালে ছওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামে ‘‘দি ফাউন্টেন অফ লাইট’’ শীর্ষক এক আজিমুশ্বাণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সম্প্রতি বার্মিংহামের স্মলহীথের গমকুল শরীফ জামে মসজিদে এই আজিমুশ্বাণ মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম আঞ্জুমান আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হুসাম উদ্দিনে আল-হুমায়দীর পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আজিমুশ্বাণ মাহফিলে ঈছালে ছওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি মিডল্যান্ডসের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র যুগ্ম-মহাসচিব, মিডল্যান্ডস আল-ইসলাহ’র সভাপতি মাওলানা এম এ কাদির আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার কফিল উদ্দিন সালেহী, হযরত পীরলাকতে হাসনাইন মৌলানা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুভাগী, হাফিজ আব্দুল জলিল, জিসান কাদেরী প্রমূখ।
এছাড়া বৃটেনে প্রখ্যাত আলেম উলামাগন ও এতে বক্তব্য রাখেন। ঈছালে ছওয়াব মাহফিলে কোরাণ শরীফ খতম, খতমে খাজেগানা, তাসবিহ ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। উল্লেখ্য‘‘দি ফাউন্টেন অফ লাইট’’ র্শীষক এক আজিমুশ্বাণ মাহফিলে বৃটেনের বিভিন্ন শহর থেকে দ্বীনদ্বার মুসলমানরা যোগদেন।
Posted ১৩:২৩ | রবিবার, ২০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin