| সোমবার, ২৫ এপ্রিল ২০১১ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। আলহাজ্ব কমর উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের আমীর,বিশিষ্ট সাংবাদিক,কলামিষ্ট ও কমিউনিটি লিডার, আলহুদা মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক আব্দুল কাদির সালেহ ও সাধারন সম্পাদক জনাব সদরু্জ্জামান খান। আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সাধারন সম্পাদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে ইউকে বিএনপির সভাপতি কমর উদ্দিনের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাসেক্স শাখা বিএনপি এক শোক সভার আয়োজন করে, সাসেক্স বিএনপির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নূরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাসেক্স কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার হারুন মিয়া, ইলিয়াছ হোসেন, আলী হায়দার, কুয়েল আহমেদ শিতাব মিয়া প্রমুখ। আলহাজ্ব কমর উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বুধ-বা বৃহস্পতিবার লন্ডনে নামাজে জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। সেখানে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে। আগামী সোমবার পর্যন্ত লন্ডনে ষ্টার হলিডে থাকার কারণে লাশ রিলিজ করা সম্ভব হচ্ছেনা। আগামী মঙ্গলবার ছুটি শেষ হলে ডেথসার্টিফিকেট নিয়ে লাশ রিলিজ করার পর কিদমিনিষ্টর থেকে লাশ লন্ডনে এনে নামাজে জানাজা শেষে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। তবে কখন কোথায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা, তা নির্ভর করবে মরদেহ হাসপাতাল থেকে রিলিজ করার পর। আলহাজ কমর উদ্দিন গেল ২২ এপ্রিল সকালে লন্ডন থেকে ২শ মাইল দূরে কিদমিনিষ্টারে একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কিদমিনিষ্টারে।
Posted ০৯:৪৫ | সোমবার, ২৫ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin