| বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি আরো ১৪ দিন বাড়িয়েছে সরকার।
আজ দুপুর ১২টায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৪ নভেম্বর পর্যন্ত চলমান ছুটি বাড়ানো হয়েছে।,
এসময় মন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার। তিনি বলেন, মূলত সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এ চিন্তা ভাবনা।
দীপু মনি বলেন, এবার বছরের শুরুতে সমাবেশ করে বই উৎসব করা হচ্ছে না। বই সবার কাছে পৌঁছে দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাকি পরীক্ষাগুলোও নেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
Posted ১২:৫৯ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain