সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকার পররাষ্ট্রনীতি কোনো দলের ওপর নির্ভর করে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

আমেরিকার পররাষ্ট্রনীতি কোনো দলের ওপর নির্ভর করে না: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম বলেছেন, আমেরিকার সরকার পরিবর্তনে পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না। তাদের পররাষ্ট্রনীতি কোনো দলের ওপর নির্ভর করে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতিও এরকম হওয়া উচিত।

বুধবার রাতে পঞ্চগড় জেলার তেতুঁলতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম পরাশক্তি আমেরিকার মতো দেশের পররাষ্ট্রনীতি, তৃতীয় বিশ্ব বা বাংলাদেশের মতো দেশের কোনো একটি দলের ওপর নির্ভর করে না।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে যে বসে রয়েছেন চুপ্পু সাহেব, তিনি হচ্ছেন ফ্যাসিস্টের দোসর। আমরা স্পষ্ট করে বলেছি- এত মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই রাষ্ট্রের ঐ গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোসর বসতে পারে না। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা মানুষের মাঝে পৌঁছাতে স্কুল, কলেজ, বাজারে যাচ্ছি; কথা বলছি। আজ (বুধবার) তেতুঁলিয়া উপজেলার ৪টি স্কুলে ও বিভিন্ন বাজারে গিয়েছি। মানুষকে ’২৪ এর গণঅভ্যুত্থানের কথা বলেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ভিত্তিক পদযাত্রা তেতুঁলিয়া থেকে শুরু। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া উপজেলা হওয়া যাবে না। সব উপজেলায় সমান বাজেট দিতে হবে। বৈষম্য করা যাবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জয় মোদিকে বলছে নির্বাচন দেওয়ার জন্য। মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, কোনো ওয়েস্টার্নের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে ছাত্র-জনতার প্রেসক্রিপশনে। ফ্যাসিবাদপ্রীতি কথা টকশোতে শোনা যাচ্ছে। সন্ত্রাসী ছাত্রলীগ ও জাতীয় পার্টির প্রতি মায়াকান্না শোনা যাচ্ছে। যা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ সংবিধানকে বাইবেল বা ধর্মগ্রন্থের মতো বাস্তবায়ন করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০৭ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com