| বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শৈশব থেকে শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ সবদিকই আছে। প্রযুক্তিবান্ধব ও দক্ষ আমাদের হতেই হবে। যুগ ও ভবিষ্যতের চাহিদা তাই এবং সেজন্য শিশু থেকে তাদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে।
তিনি আরও বলেন, এখনতো কম বয়স থেকে কোডিং ও প্রোগ্রামিং শেখাতে হবে, নাহলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না। অথচ আমরা চাই, তারা এই চতুর্থ বিপ্লবে সফল অংশীদার হবে। সে কারণে অবশ্যই প্রযুক্তি লাগবে এবং শিক্ষক ও অভিভাবকদের নজরদারির মধ্যে রাখতে হবে। আমরা যেমন সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি, তেমনি প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রেও নজরদারি থাকতে হবে।,
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
Posted ১০:১০ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain