| মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ব্রেইন স্ট্রোক করলে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে গত ১৮অক্টোবর ভর্তি করানো হয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে। বর্তমানে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বরেণ্য এই নির্মাতা ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
গতকাল সোমবার বিকেল পর্যন্ত এ নির্মাতার চিকিৎসায় নিয়োজিত মেডিবোড কোনও সুখবর দিতে পারেনি। হাল না ছাড়লেও চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা অবনতির কথ। আমজাদ হোসেনের বর্তমান অবস্থার কথা জানতে তার ছেলে নির্মাতা সোহেল আরমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,‘ এখন পর্যন্ত বাবার অবস্থা ভালো না। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাবাকে আমি বিদেশে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্ত এখানকার ডাক্তাররা বলেছেন এখানে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব।
বরেণ্য এই নির্মাতার অসুস্থার খবর গণমাধ্যমে প্রকাশ হলে সেটি প্রধানমন্ত্রীর চোখে পড়ে। এরপর তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠান। পপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান আমাদের সময় ডটকমকে বলেন, ‘সকালবেলা আমাকে প্রধানমন্ত্রীর পিএস খোরসেদ ভাই ফোন করেন। তিনি আমাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বলেন। প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি বাবার সবরকম চিকিৎসার দায়িত্ব নেন।
Posted ১৬:০৬ | মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain