| বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
আবার জেলে যেতে হলো পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। সোমবার পানামা পেপারস কেলেঙ্কারিতে তাকে অভিযুক্ত করে ৭ বছরের জেল দেয় দেশটির দুর্নীতি বিরোধী আদালত। এরপর মঙ্গলবার তাকে স্থানান্তর করা হয়েছে লাহোরের কোত লাখপাত জেলে। আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতিতে জড়িত থাকার দায়ে ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফের জেল দেয় আদালত। তবে একই দিন ফ্লাগশিপ ইনভেস্টমেন্ট রেফারেন্সের শুনানিতে তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার রায় ঘোষণার পরই আদালতে গ্রেপ্তার করা হয় নওয়াজ শরীফকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে। তার অনুরোধে মঙ্গলবার তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় কোত লাখপাত জেলে।
এ জন্য নওয়াজ শরীফ একটি আবেদন করেছিলেন। তাতে বলেছিলেন, তার পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকরা সবাই বসবাস করেন লাহোরে। এই বিবেচনায় তিনি কোত লাখপাত জেলে শাস্তি ভোগ করতে চান।
Posted ১৫:১২ | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain