| শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান হামলায় অন্তত ১০জন সৈন্য নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলা করলে ১জন পুলিশসহ নিহত হয় ৯জন সৈন্য। হেরাতের সিন্দান্দ জেলার হামলাটিতে আরো অন্তত ৪জন আহত হয়েছে বলে জানিয়েছে হেরাতের গভর্নর শুকরুল্লাহ শাকের।
ইসলামি রাষ্ট্র ব্যবস্থার জন্য সংগ্রামে লিপ্ত তালেবান ২০০১ সালে মার্কিন হস্তক্ষেপে দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সাথে অব্যাহতভাবে যুদ্ধকরে যাচ্ছে। হামলাটি সিন্দান্দের একটি বোমা বিস্ফোরণের ঘটনায় ৪শিশুসহ অন্তত ৬জন নিহত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায়ই ঘটলা।
এদিকে গত বৃহস্পতিবার গজনি প্রদেশে তালেবানের আরো একটি ব্যাপক হামলায় একজন জেলা গভর্নরসহ অন্তত ১২জন মানুষ নিহত হয়েছিল। সরকারের সাথে তালেবানের শান্তি-আলোচনার সম্ভাবনা নস্যাত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সাথে তাদের দুরত্ব ক্রমশ বেড়েই চলছে।
উল্লেখ্য, ২এপ্রিল কুন্দজ প্রদেশে একটি মাদ্রাসার ওপর মার্কিন হামলায় অন্তত ১৫০জন হাফেজ ছাত্র নিহত হয়। মাদ্রাসা ছাত্রদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিল তালেবান, ধারণা করা হচ্ছে তাদের পাল্টা হামলার অংশ হিসেবেই এ হামলাটি চালানো হয়েছে। ইয়ন নিউজ
Posted ১২:২২ | শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain