নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | প্রিন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার আর্নেস ভ্যাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানরা। পরে খেলতে নেমে বার বার বৃষ্টির বাধায় টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান।
এই রান তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ১২ ওভার ১ বলে জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে বিদায় করে সেমিতে চলে গেছে আফগানিস্তান।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো বল করেছি। অনেক কিছুই ভালো করেছি কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে, কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে মিডল ওভারে। এটার মূল্যই দিতে হয়েছে আজ।’
‘পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে জোরালোভাবে চেষ্টা করা (সেমিফাইনালে যাওয়ার জন্য)। এটা হয়নি আর মিডল অর্ডারও ঠিকঠাক (পরিকল্পনা) বাস্তবায়ন করতে পারেনি। পুরো টুর্নামেন্টে আমরা ভালো বল করেছি, বিশেষত রিশাদ, পেস বোলাররাও ভালো করেছে।
প্রথম ওভারে ১৩ রান নিয়েছিলেন লিটন দাস। কিন্তু পরে টানা দুই ওভারের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ও সাকিব আল হাসান দু’জন ফেরেন নাভিন উল হকের টানা দুই বলে। টপ অর্ডারদের ব্যর্থতাকে দায়ী করেছেন শান্তও।
তিনি বলেন, ‘ব্যাটিংয়ে উন্নতি করা দরকার, টপ-অর্ডার ভালোভাবে পারফর্ম করতে পারেনি। এটা হতেই পারে যখন বল ভিজে গেছে। আমি যেমন বলেছি, পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি ব্যাট হাতে। আর অনেক সিদ্ধান্ত ভুল হয়েছে।’
Posted ০৮:১৭ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain