নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।
আজ সকাল ১০টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত সোমবার জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আজ ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
Posted ০৭:১৫ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain