| শনিবার, ১৪ জুলাই ২০১৮ | প্রিন্ট
অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালাতে রাখা হয়েছে বলে জানা গেছে।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে নওয়াজকে কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। আর মেয়ে মরিয়মকে রাখা হয়েছে সাব-জেলে।
শুক্রবার রাতে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবেলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে নেয়া হয়।
এদিকে নওয়াজকে গ্রেপ্তারের পরই পাকিস্তানের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ করেছে তার সমর্থকরা। খবর দ্যা ডনের।
এর আগে পাকিস্তানের উদ্দেশ্যে লন্ডন ছাড়ার পর এক ভিডিও বার্তায় নওয়াজ জানিয়েছিলেন তিনি আইনগতভাবেই সব অভিযোগ মোকাবিলা করবেন। একইসঙ্গে তিনি বলেন, দেশের জনগণের জন্যেই তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারাগারে যাবেন।
Posted ১২:২৪ | শনিবার, ১৪ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain