| রবিবার, ২২ জুলাই ২০১৮ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত ভবনে ঘেরাও করে রেখেছে সরকার দলীয় নেতা কর্মীরা। আদালত পাড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলেও গুরুতর অভিযোগ ওঠেছে।
যেকোন সময় সরকার দলীয় নেতাকর্মীরা মাহমুদুর রহমানসহ সাথে থাকা সাংবাদিক নেতাদের ওপর যেকোন সময় হামলা চালাতে পারে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। নিরাপত্তাহীনতায় ভূগছেন মাহমুদর রহমানসহ তার সাথে থাকা নেতাকর্মীরা।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, মাহমুদুর রহমানকে আক্রমণের উদ্দেশ্যে আজ রোববার কুষ্টিয়ার আদালত চত্বর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ ঘেরাও করে রেখেছে। একটি মানহানির মামলায় জামিন নেয়ার জন্য তিনি স্থানীয় আদালতে হাজির হয়েছিলেন। মামলার শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং তাঁকে পুলিশের নিরাপত্তায় নিরাপদে ঢাকায় ফেরার ব্যবস্থার আদেশ দেন। কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁর বিরুদ্ধে শ্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে এবং তাঁর উপর আক্রমণের প্রচেষ্টা চালায়। এই অবস্থায় তিনি আদালত থেকে বের হতে পারছেন না। মিছিলকারী ছাত্রলীগ-যুবলীগ ওই এলাকা ঘেরাও করে রেখেছে।
এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মুহাম্মদ আব্দুল্লাহ ফেইসবুকে অবরুদ্ধ হওয়ার ছবি পোস্ট করে লিখেন, “কুষ্টিয়ার আদালতে জামিন চাইতে এসেছেন মাহমুদুর রহমান। আদালত জামিন ও দিয়েছে। কিন্তু জামিন দিচ্ছে না ছাত্র লীগ-যুবলীগ। তারা সশস্ত্র অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রেখেছে। দুই ঘণ্টা ধরে আমার অবরুদ্ধ। এজলাসে বসে আছেন মাহমুদুর রহমান। বাইরে মহড়া চলছে। আমাদের গাড়ি গেটে আসতে দিচ্ছে না।“
Posted ১৪:০০ | রবিবার, ২২ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin