নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ জুন ২০২৪ | প্রিন্ট
গ্রেফতারি পরোয়ানার পর আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক।
বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার একই আদালত তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।
মামুনুল হকের আইনজীবী এ কে এম ওমর ফারুক জানান, সোনারগাঁ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় হাজির না হওয়ায় আদালত এই পরোয়ানা জারি করেছিলেন। আজ মাওলানা মামুনুল হক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
প্রায় তিন বছর কারাভোগের পর গত ৩ মে কারামুক্ত হন মাওলানা মামুনুল হক।
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ব্যাপক আলোচনায় আসেন মামুনুল হক। সে সময় ঢাকায় বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান অন্তত ১৭ জন।
ওই বছরের ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার হন মামুনুল হক। পরে কয়েক দফা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
Posted ০৮:৪০ | বুধবার, ২৬ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain