| শনিবার, ০৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ঢাকা: প্রথম অধিনায়ক হিসেবে ক্রিকেটে তিনটি বিশ্বকাপ জয়ের দুর্লভ রেকর্ডের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। একই সঙ্গে আসরের প্রথম শিরোপাধারীদের চোখ এখন দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপার দিকেও। কিন্তু উদ্দীপ্ত শ্রীলঙ্কা তাদের প্রথম টি-টোয়েন্টি শিরোপা জয়ের মিশনে ভারতকে ছাড় দেবে না এতোটুকুও। ফলে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপমহাদেশীয় দুই প্রতিদ্বন্দ্বীর উত্তেজনাপূর্ণ এক লড়াই উপভোগ করতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
এর আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লইভ লয়েড দলকে দুই বিশ্বকাপ শিরোপা জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এই অনন্য রেকর্ড গড়া হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির।
বৃষ্টির কাছে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডজের অধিনায়ক স্যামির ভবিষৎবানীর কথাও ভোলার মতো নয়। সেমিতে হারের পর তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা চায় মাহেলা ও সাঙ্গাকারার মর্যাদাপূর্ণ বিদায়। ’ তাহলে কি ফাইনালেও ঐশ্বরিক সহায়তা পাবে শ্রীলঙ্কা? সাম্প্রতিক নৈপূণ্যের বিচারেও এগিয়ে থাকবে ‘ম্যান ইন ব্লুজরা’। তবে টুর্নামেন্টের অন্তিম মুহূর্তে এসে যে কোন দলের জন্যই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির কথাও মাথায় রেখে পরিকল্পনা প্রনয়ণ করতে হচ্ছে দুই শিবিরকেই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ঠিক তিন বছর তিন দিন পর আবারও কোন ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ২০০৯ ও ২০১২ ফাইনালে হারা শ্রীলঙ্কার জন্য এটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ফাইনাল। দলের জন্য তৃতীয় ফাইনালটি সৌভাগ্য বয়ে আনবে এটাই তাদের প্রত্যাশা। ওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে গত ৭ বছরে এটি তাদের পঞ্চম বিশ্বকাপ ফাইনাল। মাহেলা জয়বর্ধনা ও কুমার সাঙ্গাকারার টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ার এই আসরটা অবশ্য নিজেদের করে নেয়ার আবেগটা একটু বেশীই কাজ করবে শ্রীলঙ্কা শিবিরে। তবে ফাইনালে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতীয় শিবিরেই।
বিরাট কোহলির নেতৃত্বে ভারতের ব্যাটিং ও অশ্বিনের নেতৃত্বে ভারতীয় স্পিন দারুণ ছন্দে রয়েছে। বড় ম্যাচের তারকা অধিনায়ক ধোনিও গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। অন্য দিকে শ্রীলঙ্কার বিদায়ী দুই তারকার যে কোন একজন জ্বলে উঠলেই দিনটা হতে পারে শ্রীলঙ্কার। বল হাতে জাদু দেখাতেও তৈরি থাকবেন হেরাথ-মালিঙ্গারা। আর এ কারনেই দুই চেনা প্রতিদ্বন্দ্বীর লড়াইটি যে ব্যাপক উপভোগ্য হতে যাচ্ছে- এ ব্যাপারে কোন সংশয়ই নেই ক্রিকেটপ্রেমিদের।
Posted ১৪:৪৩ | শনিবার, ০৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin