নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’ শুরু হলো যেটা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। তবে সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে দেশটি। শনিবার ইরানে ইসরায়েলের হামলার পরপরই এমন প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। খবর এএফপির।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানাই, যাতে যুদ্ধের মাত্রা কোনোভাবে না বাড়ে এবং সংঘাতের এই চক্রটি থেমে যেতে পারে।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ চলছে। এতদিন এই দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতো। ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল মুখোমুখি অবস্থান নিয়েছে। ইরান-ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক অভিনেতা, মার্কিন যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অনেক লোকের জন্য খুবই উদ্বেগজনক।
আল-জাজিরা জানিয়েছে, উদ্বেগের বিষয় হলো- এমন সময় ইসরায়েল ইরানে হামলা চালালো যখন একটি বিস্তৃত আঞ্চলিক উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
Posted ০৭:১৫ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain