সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ জনপ্রিয় সংগীত শিল্পী ও সাংবাদিক অপু খন্দকার এর জন্মদিন

  |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ | প্রিন্ট

আজ জনপ্রিয় সংগীত শিল্পী ও সাংবাদিক অপু খন্দকার এর জন্মদিন

মাহাবুব আলম শ্রাবন স্টাফ রিপোর্টার:আজ জনপ্রিয় সংগীত শিল্পী ও সাংবাদিক অপু খন্দকার এর জন্মদিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে আশুলিয়ার কবিরপুরে তার জন্ম।

বাবা মোজাম্মেল হক ও মা মাকসুদা খন্দকারের কনিষ্ঠ পুত্র অপু খন্দকার। খুব ছোট বেলা থেকে সংগীতের পথে তার যাত্রা। ওস্তাদ প্রদীপ কুমার সিংহের কাছে তার হাতে খড়ি, তারপর বাংলা গানের কালজয়ী সুরস্রষ্ঠা ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীর কাছে তার সংগীত চর্চা। এরপর আর পেছনে ফিরে তাকতে হয় নি তাকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে সেরা প্রমান করে পা রাখলেন মিডিয়া ভুবনে এখানেও অন্যদের চাইতে এক ধাপ এগিয়ে তিনি, পেয়েছেন অগনীত দর্শকের ভালবাসা। সংগীতজ্ঞের শুরু থেকেই তিনি ক্লাসিক্যাল ও সুফীয়ানা গানকে বেশী প্রাধান্য দিতেন তাই সংগীতে ভিন্ন মাত্রা যোগ করতে তার অনন্ত প্রয়াস। এক প্রকার সংগীতের মায়াজালে ঘেরা তার জীবন কথা। বিভিন্ন সময়ে ভুষিত হয়েছেন নানা উপাদিতে, পেয়েছেন অসংখ্য পুরস্কার। তার হাতের করা অনেক গানও সুশ্রীল সমাজে সমাদৃত। লিখা লিখিতেও তার শখ ছিল তীব্র, সেই থেকে সাংবাদিকতায় মত মহান পেশায় কাজ করার সুযোগ হয় তার। বিগত চার বছর যাবত নিষ্ঠা ও সততার সাথে কাজ করছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “চ্যানেল নাইনে” সাংবাদিকতায়ও সবার দৃষ্টি তারই দিকে কুড়িয়েছেন সৎ ও যোগ্যেতার সুনাম। এরই মধ্যে তিনি “এনটভিতে” আমারো গাইতে ইচ্ছে হলো অনুষ্ঠানে গেয়েছেন তার লিখা ও সুর করা অসাধারণ কিছু গান যা মন ছুঁয়েছে হাজারো সংগীত প্রেমীদের। তবে, নিজের জন্মদিন পালন করতে কখনোই আগ্রহ দেখা যায় নি অপুর মধ্যে, তবুও আজকের জন্মদিনটি কাটাবেন পরিবার পরিজনদের সাথে।

সংগীত সম্পর্কে অপু সংবাদ মাধ্যমকে জানায়, সপ্ন অনেক বড় গানের জন্য কিছু করতে চাই শেষ নিশ্বাস পর্যন্ত গান গাইবো, মরে গিয়ে অমর হয়ে থাকতে চাই সংগীতের মাঝে। খুব শীঘ্রই তিনি দর্শক শ্রোতাদের উপহার দিবেন তার নতুন এ্যালবাম। সংগীতের মধ্যে দিয়েই অমর হয়ে বেঁচে থাকতে চান এই সংগীত শিল্পী পেতে চান অমরত্বের স্বাধ। 

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫৩ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com