মাওলানা মোঃ আনোয়ার আলী, সিলেট : মাহে রমজানের আজ ১৭তম দিবস। এ দিনটি হলো একটি ঐতিহাসিক দিন যে দিনে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম প্রকাশ্য বদরের জিহাদ। যে যুদ্ধে ৭০ জন অমুসলিম মারা গিয়েছিল এবং ৭০ জনকে জীবিতাবস্থায় ধরে নিয়ে আসা হয়েছিল। এ যুদ্ধের পর মুসলমানদের মনোবল অনেক বেড়ে গিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছিল। এ যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং অমুসলিম যোদ্ধার সংখ্যা ছিল ১ হাজার। সাহাবীদের তুলনায় অমুসলিমগণ ছিল যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী। দিবসটিকে ইতিহাসের পাতায় ঐতিহাসিক বদর দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ১৭ রমজানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর স্ত্রী এবং হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর মেয়ে হযরত আয়েশা (রাঃ)-এর ইন্তেকাল হয়েছিল। মাহে রমজানের এ দিনে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে সমস্ত ভাইরা মনে মনে ভাবেন যে, ইসলাম হলো শুধু মসজিদে বসে বসে তছবীহ তেলাওয়াত করা। এটা ঠিক নয় বরং তাছবীহর সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব। তাহলে সমাজ থেকে অন্যায় দূরিভূত হবে। একটি সুশীল সমাজ গড়ে উঠবে, আমরা এ সমাজে শান্তিতে বসবাস করতে পারব। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যদি শুধু ঘরে বসে বসে জিকির করতেন আর দোয়া করেই সমাপ্তি দিতেন তাহলে<
sp
an>
হয়তো আজ আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারতাম না। অতএব আমরা তাছবিহ পাঠের সাথে সাথে অন্যায়ের মোকাবেলায় সোচ্চার হব। যা হবে খাঁটি একজন মুসলিমের কাজ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related