| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদনঃ ছাত্রজীবন থেকেই গান, কবিতা ও গল্প লেখার প্রতি দুর্বলতা ছিল একটি ছেলের। কবিতা চর্চাও করতেন তিনি। স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়ার। কিন্তু শেষ পর্যন্ত সে স্বপ্ন পূরণ হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মার্স্টাস ডিগ্রি লাভ করেন সেই ছেলে । তারপর পুরোদস্তুর ব্যবসায়ী হয়েছেন তিনি। কথা বলছি ‘জাজ মাল্টিমিডিয়া’ এর কর্ণধার আব্দুল আজিজের কথা। আজ তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে চলচ্চিত্রাঙ্গনের তারকাসহ বন্ধু-বান্ধবরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। আজ সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে জন্মদিনের কেক কাটাসহ নতুন সিনেমা ‘পোড়ামন-২’-এর নায়ক নায়িকার নাম ঘোষণা করে চমক দিবেন বলে জানা গেছে। ২০১২ সালে যখন ঢাকাই সিনেমার মন্দা বাজার। তখন তিনি চলচ্চিত্র প্রযোজনাকে ব্যবসা হিসেবে নেন। যা ছিল একটি সাহসী পদক্ষেপ। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করেন তিনি। এরপর অ্যানালগ সিনেমা হলগুলো ডিজিটাল করার ঘোষণা দিয়ে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করে জাজ। এ প্রতিষ্ঠানের হাত ধরেই ঢালিউডে প্রথম ডিজিটাল সিনেমা ‘ভালোবাসার রঙ’ নির্মিত হয়।
এর মাধ্যমেই চলচ্চিত্র প্রযোজকের খাতায় নাম লেখান। এপর্যন্ত তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পাৃয ৩৬ টিরও বেশি সিনেমা এবং মুক্তি অপেক্ষায় রেয়েছে আরো বেশ কিছু সিনেমা।
Posted ১০:১৫ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain