| রবিবার, ১৮ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত ১৭ই মে শুক্রবার জুম্মা নামাজের পর বার্মিংহামের ব্যবস্থতম যায়গা স্মলহিথের কভিন্ট্রিরোডস্থ স্থানে আগামী ২২ মে অনুষ্টিত হতে যাওয়া নির্বাচনে নির্বাচনী প্রচারনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান এমইপি ড. ফিল বেনিয়ন ।
নির্বাচনী প্রচারনা পরবর্তী এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে ড. ফিল বেনিয়ন জানান, বাংলাদেশের প্রাকৃতিক দূ:সময়ে সহায়তা দান, ভারত সরকারের টিপাই মুখ ডাম নির্মানের প্রতিবাদে জোরালো ভূমিকা, রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তা দান সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশেরর পাশে থেকে বিভিন্ন সময়ে ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলদেশের পক্ষে কথা বলেছেন ।
তিনি মিডল্যান্ডে যুব সমাজকে কাজে লাগাতে চাকুরীর পদ সৃষ্টি করা, নতুন নতুন ঘড়-বাড়ী নির্মান, শিক্ষা ক্ষেত্রে বৃ্ত্তির ব্যবস্থা সহ নানান উন্নয়নে ভূমিকা রেখেছেন । তিনি আগামী তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পুনরায় নির্বাচিত করার আহবান জানান ।
অসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উপর দেন নাগরিক আন্দোলনের আহবায়ক এম এ মালিক, সৈয়দ জমশেদ আলী, সাদেক হোসের মসুদ, মোশাহিত আলী সহ আরো অনেকে ।
Posted ২১:৪৪ | রবিবার, ১৮ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin