সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল ওয়েস্ট মিনিস্টার হলে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

  |   সোমবার, ০৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

Tarek Rahman 25.03.14

নিজস্ব প্রতিনিধি, লন্ডন  :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল  মঙ্গলবার লন্ডনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে স্বাধীনদেশ.কম  জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক  সম্পাদক সুজাতুর রেজা ।

এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, বুদ্ধিজীবি ও পেশাজীবিরা  যোগ দেবেন।  উল্লেখ্য, গত ২৫ মার্চ ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।

শহীদ জিয়াকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে তীর্যক সমালোচনায় মুখর হয়ে ওঠেন শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন।

যুক্তরাজ্যের ১৯ দলের এক  শীর্ষনেতা স্বাধীনদেশ.কমকে জানায়, তারেক রহমান জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নাও বলতে পারতেন । তিনি বলেন একটি সত্য ঘটনাকে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অসত্য বলে উড়িয়ে দিয়েছে । তিনি আরো বলেন, প্রকৃত ঘটনাটি তারেক রহমান নিজে না জানিয়ে কোন গ্রহনযোগ্য ব্যক্তিদের দিয়ে জনগনকে জানানো সমীচিত ছিল ।

তারেক রহমান মঙ্গলবারের সুধী সমাবেশে এসব সমালোচনার জবাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০৪ | সোমবার, ০৭ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com