নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১০ ডিসেম্বরের পর বিএনপি ঘরে ঢুকে গেছে। তাদের এখন জনসমর্থন নেই। আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সেই লক্ষ্যে এখন থেকেই আমাদের নির্বাচনের মাঠ গোছাতে হবে।
আজ দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, একাত্তরের রাজাকার হচ্ছে স্বাধীনতা বিরোধীরা আর পঁচাত্তরের রাজাকার বিএনপি। এদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে না। তারা মানুষ খুন ও দেশের অর্থ-সম্পদ লুট করে। তাই দেশের মানুষ তাদের ভোট দেবে না।
তিনি আরো বলেন, বিএনপি অনেক আগে থেকেই ১০ ডিসেম্বরে সমাবেশের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের ঘোষণা দিয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। জনসমর্থন না পেয়ে তারা এখন ঘরে ঢুকে গেছে। সুতরাং আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে আসবে। এতে কোনো সন্দেহ নেই।
এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
Posted ১৫:৩৪ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain