নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার। ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বোর্ডের সন্দেহের তালিকায় রয়েছেন আরও তিন ক্রিকেটার। নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
মানীশ, দীপকরা আইপিএলের নিয়মিত মুখ। যদিও এই পাঁচ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে।
আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে।
এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।
Posted ০৫:০০ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain