বৃহস্পতিবার ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবী সাইফুল হত্যা : ভিডিও দেখে গ্রেফতার একজনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

আইনজীবী সাইফুল হত্যা : ভিডিও দেখে গ্রেফতার একজনের নাম প্রকাশ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। রাজীব ভট্টাচার্য্য নামের ওই ব্যক্তির বয়স ৩৭ বছর। তবে তার বিস্তারিত পরিচয় বা কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

 

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ সংবাদমাধ্যমকে জানান, ছবি ও ভিডিও দেখে রাজীবকে শনাক্ত করা হয়েছে। আরও কয়েকজনের সাথে তিনিও হামলায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

 

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল, আলিফ হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের একজন রাজীব। তবে, বাকি পাঁচজনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

 

গত মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

 

এ ঘটনায় রাতেই নিন্দা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন। একইসঙ্গে জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 

আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরীসহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের পোস্টে।

 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, মঙ্গলবারের সহিংসতার ঘটনায় ইসকনের ৭৬ জনের নাম উল্লেখ করে তিনটি মামলা করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতয়ালি মোড়ে তিন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাগুলো করা হয়েছে।

 

এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:২৬ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com