| সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
গন স্বাক্ষর কর্মসূচীতে বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডঃপ্রফেসর হুমায়ের চৌধুরী,মনিরুল হক জর্জ,মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ,লিয়াকত আলী স্বপন,আলহাজ্ব লুৎফুল কবির,এস এম নিগার এলাহী,হায়দার আলী,সোহেল ইকবাল মাহমুদ,মোঃরাশেদুল হক মিলন,মোঃআবুল হাছান,হাবিব মোহাম্মদ জকি,ইয়াসির আরাফাত সবুজ,এএনএম মাসুম,মুন্নি চৌধুরী মেধা,আশরাফুল আলম রনি,ইন্জিনিয়ার হাবিবুর রহমান,মোঃজামিল হোসেন,মোঃফরিদ আহম্মেদ, একেএমআসাদুজ্জামান,খাইরুল কবির পিন্টু,মোঃআব্দুস সামাদ শিবলু,জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক মানিক,ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,মোঃমন্জুর হোসেন,অনুপ আন্তনী গোমেজ,বেলাল হোসেন ঢালী, রাকিবুল আলম অপু,মোঃজুম্মান হোসেন,মোঃ অানিসুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,জেবল হক জাবেদ,মোহাম্মদ জাকির হোসেন,মোঃজসিম উদ্দিন,মোঃআব্দুল মজিদ,আব্দুল করিম,আমজাদ খান,মাসুদুর রহমান,আবদুস সালাম,মোঃ আবুল কাশেম,মোঃসজীব আহম্মেদ,সাইমুম বিন শামস সহ অসংখ্য নেতৃবৃন্দ।
বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে দেশের জনগণকে আজকে একটি বিশাল কারাগারে বন্দি করা হয়েছে, গণতন্ত্রকে গ্রেফতার করা হয়েছে। দেশনেত্রীর মুক্তি এদেশের গণতন্ত্রের মুক্তি, এদেশের জনগণের মুক্তি। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে প্রেরণের পর আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই গণস্বাক্ষর অভিযানে আমরা কোটি কোটি মানুষের স্বাক্ষর নিয়ে দেশে-বিদেশে প্রমাণ করতে চাই, দেশনেত্রী বেগম জিয়া এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং তাঁর মুক্তির দাবি আজকে সারাদেশের মানুষ করছে। বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেত্রী শুধু নন, তিনি আন্তর্জাতিক নেত্রী হয়েছেন। গনস্বাক্ষর কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বেগম খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া ।
Posted ১৩:১৬ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin