নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সমাবেশ শেষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ ছাড়া, আজ রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচিও দেওয়া হয়। ঘোষিত এ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীতে।
সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ সড়কে চলছে শুধু রিকশা। এ ছাড়া রয়েছে কিছু সিএনজিও। ভোরের দিকে কিছু লোকাল বাস দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও খুব একটা চোখে পড়ছে না।
এরপরও মাঝেমধ্যে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।
আজ সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর মুগদা, মালিবাগ, রামপুরা, নতুনবাজার এলাকায় গণপরিবহন সংকট দেখা যায়। রাস্তায় বাসের অপেক্ষায় অনেক অফিসগামী যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
Posted ০৭:২৯ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain