নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।
আটক মিঠুন রাজবংশী (২২) সদর উপজেলার চর বেওথা এলাকার সুশীল রাজবংশীর ছেলে ও মো. মহিবুর রহমান (১৯) বোয়ালিয়া এলাকার ফরিদ হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. বিল্লাল হোসেন ভূঞা। অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। আটক মিঠুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
Posted ০৭:১৩ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain