| বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জন আবিজাইদকে সৌদি আরবের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজি হত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে বেশ খানিকটা চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মধ্যেই চার তারকা বিশিষ্ট জেনারেল আবিজাইদকে সৌদি আরবে মার্কিন দূত হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ইরাক যুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে নেতৃত্ব দেওয়া আবিজাইদকে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি তখনই ঘটবে যখন মার্কিন সিনেট সেটি অনুমোদন দেবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর থেকেই সৌদি আরবে কোনও মার্কিন দূত রাখা হয়নি। রয়টার্স
Posted ১৪:৪৩ | বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain