| সোমবার, ২৯ জুলাই ২০১৯ | প্রিন্ট
শিরোনাম দেখে পাঠকের মনে হয়তো খটকা লাগতে পারে! অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কবে বিয়ে করলেন তারা? না, এমনটা ভাবার কোন কারণ নেই। বাস্তবে তাদের বিয়ে বার্ষিকী নয়, বিয়ে বার্ষিকী হবে নাটকে।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ‘তৃতীয় বিবাহবার্ষিকী’ শিরোনামে একটি নাটকে তাদের স্বামী-স্ত্রী চরিত্রে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। আর এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। সম্প্রতি রাজধানীর উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটির গল্পে দেখানো হয়েছে, বৃদ্ধ শ্বশুরের প্রতি পুত্রবধূ সারিকার পরম মমতা। কিন্তু তার স্বামী অপূর্ব বাবাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেন। সামনেই তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। প্রতি বিবাহবার্ষিকীতে সারিকাকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেয় অপূর্ব। যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচের হিসাব-নিকাশ। তৃতীয় বিবাহবার্ষীতে নাটকটির গণ্ডগোল গড়ে ওঠে সারিকার সঙ্গে। সারিকাকে জিজ্ঞাসাবাদেও সদুত্তর পায় না সে। সন্দেহ হয় স্ত্রীর ওপর। এভাবেই এগিয়ে যায় ‘তৃতীয় বিবাহবার্ষিকী’ নাটকের গল্প।
পূর্বপশ্চিমবিডি
Posted ১৩:০৪ | সোমবার, ২৯ জুলাই ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain