নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে দুই হাজার ৭১৯ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়।
Posted ০৭:৩৭ | শুক্রবার, ৩১ মে ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain