নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও অবৈধ সংসদ বাতিলের একদফা দাবিতে জামালপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
শুক্রবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে এই কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি।
মিছিলটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিসিক মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ লোটন, জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসদ প্রমুখ বক্তব্যে দেন।
এসময় বক্তরা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৬:৫৭ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain