| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ নভেম্বর : নির্দলীয় সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার রাত সোয়া ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য আন্দোলন করে আসছি। কিন্তু সরকার সেই দাবি উপেক্ষা করে নির্বাচনের আয়োজন করছে।’
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে যাবে না। জনগণের ভোটাধিকার হরণের নির্বাচন প্রতিহত করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
‘রাষ্ট্রপতির সঙ্গে সুহাদ্যপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। তিনি এই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আলোচনার উদ্যোগ নিবেন।
ফখরুল বলেন, ‘সরকার ক্ষমতায় থেকে একতরফা নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে। আমরা জানাতে চাই, বিরোধী দল এ নির্বাচনে অংশ নেবে না এবং বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার হরণের মাধ্যমে যে কোনো প্রহসনের নির্বাচনের উদ্যোগ মেনে নেবে না।’
Posted ০১:০৭ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin