| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: ঢাকায় আন্দোলন জমাতে ব্যর্থ হওয়ায় বিএনপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপির একটি সূত্রে এই তথ্য জানা গেছে।
নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু।
Posted ১৬:৪৭ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin