| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৫ ডিসেম্বর : ২৪ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে। তবে কেউ যদি গায়ে পড়ে সংঘাত বাঁধালে কোনো ছাড় দেবে না হেফাজতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার আহলুল্লাহ ওয়াসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
তারা বলেন, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা আমীর, খেলাফতে ইসলামীর নেতা ও আল্লামা আহমদ শফীর অন্যতম খলিফা মুফতী ইসমাতুল্লাহকে বুধবার রাতে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৫ মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আওয়ামী সরকার পুরো বছরটিকেই কলঙ্কিত করে রাখল। তাদের দিল-দেমাগে, কাজে কর্মে ইসলাম বিরোধিতা ও আলেম-ওলামাদের নির্যাতন ছাড়া আর কোনো কিছুই জাতি দেখেনি।
হেফাজত নেতারা বলেন, মুফতী ইসমাতুল্লাহকে গ্রেফতার করে আওয়ামী লীগ তাদের ইসলাম বিদ্বেষী মনোভাবকে আবারো জাতির সামনে উন্মোচিত করেছে।
অবিলম্বে মুফতী ইসমাতুল্লাহসহ হেফাজতের নায়েবে আমীর মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মুফতী সাখাওয়াত হোসাইন, মুফতী হারুন ইজহারসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন হেফাজত নেতারা।
বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা শামশুল আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম আহ্বায়ক মুফতী তৈয়্যেব হুসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ম আহ্বায়ক মুফতী নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল করীম, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা যুবায়ের আহমদ, সহকারী সদস্য সচিব মাওলানা আবুল কাসেম, সহকারী সদস্য সচিব মাওলানা শেখ লোকমান হুসাইন, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, সহকারী সদস্য সচিব মাওলানা জুনাইদ গুলজার, সহকারী সদস্য সচিব মাওলানা ফয়সাল, মহানগর দফতর সম্পাদক মাওলানা রিয়াজাত উল্লাহ, চিকিৎসা বিষয়ক সেলের প্রধান মুফতী সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা ইয়াকুব গাজী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।
Posted ১৬:৪৯ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin