| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
আর মাত্র একটি টেস্ট পরেই ২০০তম টেস্ট খেলবেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। আর সেই সাথে শেষ করে ফেলবেন তার ক্রিকেট ক্যারিয়ার। ক্রিকেট জীবনের অন্তিমলগ্নে এসে ক্যারিয়ারের ১৯৯তম টেস্টে তুলে নিলেন নিজের ২০০তম উইকেট।
ব্যক্তিগত ৫ রানের মাথায় শচীনের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শিলিংফোর্ড। মুহূর্তেই দর্শকদের কড়তালি আর উচ্ছাসে জেগে ওঠে গোটা ইডেন।
ব্যাটসম্যান শচীন প্রথম ইনিংসে অল্প রানে সাজ ঘরে ফেরত গিয়ে ইডেনকে হতাশ করলেও প্রিয় খেলোয়াড়ের দেওয়া এই বাড়তি উপহার পেয়ে ইডেন গার্ডেনের দর্শকরা মেতে ওঠে আনন্দোল্লাসে।
Posted ১৯:১১ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin