| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৫ ডিসেম্বর : ১৮ দলীয় জোটের চলমান আন্দোলনের সাথে একমত প্রকাশ করলেন নবগঠিত জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
তিনি বলেন, বিরোধী দলের চলমান আন্দোলনে যত শক্তি আছে, তা নিয়ে আমাদের সব নেতাকর্মীকে অংশ নিতে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।
প্রায় দেড় ঘন্টব্যাপী বৈঠক শেষে কাজী জাফর সাংবাদিকদের এ কথা বলেন। রাত সাড়ে ৮টায় বৈঠক শুরু হয়ে ১০টা পর্যন্ত চলে।
বৈঠকে জাতীয় পার্টির (কাজী জাফর) নবগঠিত কমিটির চেয়ারম্যান কাজী জাফরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলে মহাসচিব গোলাম মসিহ, প্রেসিডিয়াম সদস্য ড. এ টি এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা এমপি, নবাব আলী আব্বাস এমপি, ভাইস-চেয়ারম্যান আনছার আহমেদ, নুরুল আমিন সানু, আনোয়ারা বেগম, এডভোকেট মজিবর রহমান, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান মানিক, হোসনে আরা আহসান, মনিরা বেগম, বেগম তাহমিনা, আলহাজ্ব সেলিম মাস্টার, ড. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় বৈঠক করেছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ওই বৈঠকের পর নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে বিএনপির নির্দলীয় সরকারের আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছিলেন কাজী জাফর আহমদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গত বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পরদিন বিরোধী দলীয় নেতার সঙ্গে ওই বৈঠক করেন তিনি।
Posted ১৭:১৯ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin