সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোয়াটসঅ্যাপের মেটা এআইতে যেসব সুবিধা রয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

হোয়াটসঅ্যাপের মেটা এআইতে যেসব সুবিধা রয়েছে

কয়েক মাস আগেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের উপর ভিত্তি করে পরিষেবাগুলো কাস্টমাইজ করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ব্যবহারকারীদের সাথে আরও ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহের লক্ষ্য রাখে।

ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, এবার মেটা ইউজারদের ব্যক্তিগত তথ্য মনে রাখতে পারবে। অর্থাৎ তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ইউজারের জন্মদিন, সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই।

 

যা থেকে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ‘ঘনিষ্ঠ’ হতে পারবে। এই নিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা। তবে ইউজারের হাতেই থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা চাইলেই ইচ্ছেমতো তথ্য মুছে দিতে পারবে বা কোনও আপডেট বেছে নিতে পারবে।

সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই চ্যাটবটে আরও আকর্ষণীয় সব ফিচার যোগ করতে চলেছে সংস্থাটি। গত মাসেই জানা গেছে মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা।

যেভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা পছন্দ-অপছন্দ মনে রাখবে:

ইনপুটের উপর ভিত্তি করে : মেটা এআই আপনার মেসেজিং প্যাটার্ন, প্রিয় কথোপকথন, প্রতিদিনের কথাবার্তা এবং রিয়েকশন থেকে আপনার পছন্দ অপছন্দ নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, আপনি কোন ধরনের সংবাদ, ভিডিও বা ফটো পছন্দ করেন তা নির্ধারণ করতে পারে।

 

কন্টেক্সট অনুযায়ী পরিবর্তন : এটি নির্দিষ্ট বিষয়ে আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে এবং সময়ের সাথে সাথে আরও ভালোভাবে বুঝতে পারে আপনি কোন ধরনের তথ্য বা সাহায্য চান।

 

গোপনীয়তা নিয়ন্ত্রণ : যদিও মেটা এআই এই ব্যক্তিগতকৃত পরিষেবাগুলি প্রদান করে, তবে ব্যবহারকারীর ডেটা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হয়। গোপনীয়তার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকে যাতে তারা চাইলেই তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারে বা কাস্টমাইজেশনের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে পারে।

 

চ্যাটবট ও রিস্কোমেন্ডেশন : মেটা এআই চ্যাটবট ব্যবহার করে যেমন আপনাকে আপনার পছন্দসই রেসিপি, পণ্য বা কন্টেন্ট সুপারিশ করতে পারে। এটি সময়ের সাথে আপনার পছন্দ-অপছন্দগুলো আরও ভালোভাবে শেখে। সূূএ:  ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩২ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com