| বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মো. আব্দুল হালিম, ময়মনসিংহ প্রতিনিধিঃ হাসিনা আপনি দেশকে আর জ্বালাবেন না পদত্যাগ করুন। পদত্যাগ করে ছাগলের অধীনে নির্বাচন দেন সকল দল সে নির্বাচনে অংশ গ্রহন করবে। আপনার জন্য এদেশে হরতাল,আবরোধ জ্বালাও পোরাও হচ্ছে।
বুধবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম হাই স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনার দেশে থাকা দরকার নেই।
আগামী ৫ জানুয়ারী নির্বাচন করতে দেবনা, আপনার মন্ত্রী এমপি যারা নির্বাচনে দাড়িয়েছেন তাদের গায়ে কাপড়চোপর থাকবেনা। দারোগা পুলিশ দিয়ে ক্ষমতায় থাকতে পারলে এরশাদ এখন পর্যান্ত ক্ষমতায় থাকতো। আর এরশাদ আর আপনার মাঝে কোন তফাত নেই। কারন এরশাদের কথার যেমন ঠিক নেই,তেমনি আপনার কথারও ঠিক নেই। আপিন বলেছিলেন দশটাকা কেজি চাউল খাওয়াবেন, ঘরে ঘরে চাকুরি দিবেন কিন্তু আপিন কোন কথা রাখেন নি। হাসিনাকে আল্টিমেটাম দিয়ে বলেন, ১১ ডিসেম্বরের মধ্যে আপনি পদত্যাগ করুন। তা না হলে আপনার পরিনতি ভাল হবেনা। ভারত আপনাকে প্রধানমন্ত্রী বানাতে পারবেনা।
সজিব ওয়াজেদ জয়ের উদ্দ্যেশে করে বলেন, ভাগিনা আমার এক ইহুদি মেয়ে বিয়ে করেছে, এদেশের ১৫ কোটি মুসলমানের মধ্যে একটি মুসলমানের মেয়ে খুজে পায়নি। শাহবাগ চত্বরে নাস্তিকদের তিন মাস পোলাও বিরিয়ানি খাইছেন। আর শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে হাজার হাজার আলেমদের উপর নির্বীচারে গুলি চালিয়ে হত্যা করেছেন। আপনার কবরের বাতি জ্বলবে না। ফুলবাড়ীয়া উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাজী ইমান আলীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক হাবিবুর রহমান তালুকদার খোকাবীর প্রতিক, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অধ্যক্ষ আঃ রশিদ, সাধারন সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহ সভাপতি হারুন আর রশিদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুনননী সোহেল, ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর আলম সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আবুল কাশেম, ইয়াছিন আলী সবুজ, সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস, ইমরান,রইছ উদ্দিন, উল্লাস প্রমূখ।
Posted ১৬:০৭ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin