রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের ৩ সদস্যের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চের দুই বিচারপতি এ রায়ে একমত পোষণ করলেও ভিন্নমত পোষণ করেছেন অপরজন। রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও ঈদের পরই টানা ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি, গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় হবিগঞ্জের “দিগন্ত” পরিবহনের বাসসহ বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দলটির বিক্ষুব্ধ কর্মী– সমর্থকেরা। জানা যায়,গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের তিন সদস্যের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চের দুই বিচারপতি জামায়াতের নিবন্ধন বাতিলের পক্ষে মত দেন। একজন বিচারপতি তাদের সাথে দ্বিমত করেন। তবে কোন বিচারপতি দ্বিমত পোষণ করেছেন তা জানা যায়নি। তিন বিচারপতি হলেন– বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি কাজী রেজা–উল হক। আদালত তার রায়ে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আদালত জামায়াতকে আপিল করারঅনুমতি দিয়েছেন। এদিকে, রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে হবিগঞ্জের দিগন্ত পরিবহনের একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দলটির বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। এ ঘটনায় হবিগঞ্জের এক যাত্রী আহত হয়েছেন বলেও জানা যায়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। রাত ৮টায় ঢাকার ডেমরায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জের দিগন্ত বাস ভাংচুরের বিষয়টি মালিকপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালতের দেয়ারায়ের প্রতিবাদে দলটি আগামী ১২ ও ১৩ আগস্ট ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। একই সঙ্গে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভও করবে দলটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ হরতাল আহ্বান করেন। উল্লেখ্য, তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রোজউল হক চাঁদপুরী, জাকেরপার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফসহ ২৫ জন বাদী হয়ে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রীটআবেদন করেন। এর প্রেক্ষিতেই দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্নের পর এ রায় দেয়া হল।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related