| রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মোঃ মিজানুর রহমান অনিক, মাধবপুর ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন জাহানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এডভোকেট মাহবুব আলী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার বেনু, মোঃ রহম আলী, আব্দুল রাজ্জাক, কামেশ রঞ্জন কর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম টিটু, উপজেলা যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল খান, মুজাহিদ বিন ইসলাম, মাধব রায়, আওয়ামীলীগ নেতা আইয়ুব খান, মিজানুর রহমান, এরশাদ আলী, বিল্লাল, ডাঃ হেলাল, আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, সংবাদিক আবুল হোসেন সবুজ, শংকর পাল সুমনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর পূর্বে সড়ক ও জনপথ ডাকবাংলোয় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের এক সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী মাহবুব আলীকে স্বাগত জানায়।
Posted ০২:২৩ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin