| শুক্রবার, ১৭ মে ২০১৯ | প্রিন্ট
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে রাজধানীর কাঁচাবাজারগুলোতে কিছুটা দাম কমেছে বিভিন্ন শাকসবজির৷
শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার সিটি করপোরেশন বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। কচুরলতি ৪০ টাকা, করলা ৫০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৬০ টাকা, টমেটো ৪০ টাকা।
এ ছাড়া, কাঁকরোল ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ১০ টাকা কমে ধুনদুল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা। কাঁচা মরিচের কেজি ৮০ টাকা।
তবে পেঁপে ও শসার দাম ৫ টাকা বেড়েছে। পেঁপে ৫৫ টাকা, শসা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে৷ লেবু হালি মান ভেদে ২০ থেকে ৪০ টাকা। এ ছাড়া, লাউ প্রতি পিস ৭০ টাকা, পুঁই শাক ২০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি।
এ ছাড়া বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৪ টাকায়। রসুনের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা। আদা আগের দামে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
Posted ১২:৩৬ | শুক্রবার, ১৭ মে ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain