| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। (রিট নম্বর-১২৪৩৪)। রিটে জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, সংসদ বিষয়ক সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে আইনের বিরোধিতা করে স্পিকার নিয়োগ দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং স্পিকারের বিষয়ে প্রকাশিত গেজেট কেন বাতিল করতে নির্দেশ দেয়া হবে না তার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত শিরীন শারমিন তার দায়িত্ব থেকে দূরে থাকবেন এবং ডেপুটি স্পিকার তার এই দায়িত্ব পালন করবেন সংক্রান্ত অন্তবর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হবেন তিনশ’ আসন থেকে নির্বাচিত প্রতিনিধি (সংসদ সদস্য)। কিন্তু তিনি হলেন সংরক্ষিত মহিলা সংসদ (আসন) থেকে নির্বাচিত প্রতিনিধি।আইনজীবী বলেন, ড. শিরীন শারমিনের স্পিকার পদে থাকা সংবিধানের মৌলিক কাঠামোর ভঙ্গ করছে। সুতরাং তার পদে থাকা বৈধ নয়।
সংবিধানের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হওয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়। ওই দিনই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
Posted ২২:০৪ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin