| বুধবার, ৩০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
মানিলন্ডারিং মামলায় স্ত্রী-ছেলেসহ জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। অন্যরা হলেন মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান এবং ছেলে ফয়সাল মোরশেদ খান।
গতকাল বুধবার তারা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আসামিদের প্রত্যেকের ৫০ হাজার টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
গত বছরের ৩১ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান রাজধানীর গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, মোরশেদ খানের প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে মোট ১১টি বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব ব্যবহার করে আসামিরা মোট ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৪০ মার্কিন ডলার এবং এক কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৮৩ হংকং ডলার মিলিয়ে মোট ৩২১ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা বিদেশে পাচার করেছেন।
আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মনিরুল হক। অন্যদিকে দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল।
Posted ১২:১০ | বুধবার, ৩০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin