মৃত স্ত্রীর দেহভস্ম নিয়ে এবার স্কাইডাইভিং করলেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ। জ্যাক হকে নামক ওই বৃদ্ধ সম্প্রতি তার মৃত স্ত্রূ ভ্যারোনিকার দেহভস্ম নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেন।
স্কাই ডাইভিংয়ের সময় স্ত্রীর দেহভস্ম সাথে রাখা প্রসঙ্গে জ্যাক বলেন, ‘ও বেঁচে থাকতে সবকিছুই আমরা একসঙ্গে করতাম। ওকে আমি খুব ভালোবাসি।’
ভূমি থকে ১০ হাজার ফুট উচ্চতায় একজন পেশাদার স্কাইডাইভারের সাহায্য নিয়ে অবশ্য জেমস লাফ দেন।
জেমস বলেন, ‘বিমানে উঠেছি, কারণ আমি হাঁটতে পারি না। কিন্তু তারপরও লাফ দেয়ার সময় আমি নার্ভাস হইনি। আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। আমি একটি ব্যাগে তার দেহভস্ম নিয়েছিলাম এবং লাফ দেয়ার আগে তা কাঁধে বেঁধে নিয়েছিলাম।
স্ত্রীর স্পর্কে জ্যাক আরো বলেন, ‘ভ্যোরোনিকার সঙ্গে আমার বিয়ে হয়েছে ৭০ বছর। আমরা সবকিছুই এক সঙ্গে করতাম। আমাদের কেউ আলাদা করতে পারবে না।’
ব্রিটেনের উইমবর্ন ডোরসেটের বাসিন্দা জ্যাক অবশ্য এমনি এমনি ৯৩ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপ দেননি। একটি দাতব্য চিকিৎসা সংগঠনের জন্য তহবিল গঠনে তিনি উদ্যোগ নেন। এই স্কাই ডাইভিং করে এরমধ্যে তিনি ৬০০ পাউন্ড রোজগার করেছেন। জ্যাক আশা করছেন আরো কিছু তিনি জোগাড় করতে সক্ষম হবেন।
Like this:
Like Loading...
Related