| সোমবার, ২৫ এপ্রিল ২০১১ | প্রিন্ট
জেসিডি প্রতিনিধি এস, এ খালেদ,সৌদিআরব থেকে: ফজুলুল রহমান দৌলতের উপষ্টাপনায় হুমায়ুন কবীর চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিতি ছিলেন সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বিশেষ অতিতি ছিলেন সহসভাপতি সিরাজুল ইসলাম,কেফায়েত উল্ল্যাহ কিসমত, আব্দুল মহিত ইমাম, সাধরন সম্পাদক শহীদুল ইসলাম নান্নু সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান তপন। বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, আবু সাঈদ চৌধরী, মোয়াজ্জেম হোসাইন, আছারাফ ব্যাপারী, নাছির উদ্দীন, সফিকুল ইসলাম, কবীর মোহম্মদ, বাচ্ছু পাটুয়ারী, শাহলম, গিয়াস উদ্দীন,আবুল কাশেম প্রমূখ। বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার দেশ পরিচলানা করতে ব্যার্থতার সমলোচনা করেন। তাই মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেশের ও বিদেশের বাংলাদেশের মানুষ কে মুক্তি দেওয়ার আহবান জানান। তারেক,আরফাত রহমান ও বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে চার উদ্দীনের করা মামলা গুলো প্রত্যহার না করাই শেখ হাসিনা বিরোদ্ধে করা মামলা গুলো কোথায় আছে কি ভাবে আছে তা জানতে চাই প্রধান বিচার প্রতি কাছে। দেশে যে আজ বিচার বিভাগ সহ সকল বিভাগ কে তারা আজ খেলনা পুতুল ভেবে ব্যবহার করতেছে এই জালিম সরকার বাংলাদেশে সাধরণ জনগনে সব অধীকার কেড়ে নিয়ে এক দলীয় শাষন কায়েম করতে চাই বলে অভিযোগ করেন। তারা না কি ২০১১ তে এসে ১৯৭২ এ ফিরে যেতে চাই তাইলে কি বর্তমান ডিজিটাল সরকার পিছনে চলে যেতে চাই??? আর অভিযোগ করেন যোদ্ধঅপরাধী বিচারের ইস্যু করে নানভাবে হয়রানি করতেছে বিরোধীদলীয় নেতাকর্মী উপর। যোদ্ধ অপরাধী বিছার সৌদিআরব প্রবাসী সহ বাংলাদেশের আপামুর জনতারা চাই। কিন্তু তা হতে হবে নিরপক্ষ ও নির্দলীয়। ফ্যাসী বাদী সরকার তা করতে সম্পুর্ণ ব্যর্থ তাদের ঘরে হাজারো যোদ্ধঅপরাধীর বসতী যদি তাদের দল থেকে এক টা যোদ্ধঅপরাধীর গলায় রশি পরাইতো তাহলে বাংলাদেশের জনগন মনে করতো এরাই যোদ্ধঅপরাধী বিচার করতে সক্ষম।
Posted ১২:২১ | সোমবার, ২৫ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin